নৈতিকতা
ভালো-মন্দ বা ভুল-ঠিক এর মধ্যে বিভেদ নিরূপক বিচার।
ঊর্ধ্বক্রমবাচকতা { নৈতিকতা | বৈশিষ্ট্য-গুণ | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
morality

ব্যাখ্যা:
নৈতিকতার সূতিকাগার হলো বোধ। এই বোধ দ্বারা মানুষ একটি বিশেষ মানদণ্ড তৈরি করে। এই মানদণ্ডের বিচারে মানুষ ভালো-মন্দ, ন্যায়-অন্যায় ইত্যাদি বিষয়গুলোর বিচার করে। বিষয়টি নির্ভর করে মানুষের এই বোধের মানদণ্ড কোনো স্তরে আছে। ধরা যাক, একজন মানুষ ভাবে জীব হত্যা মহাপাপ। তাহলে তার বিচারে কোনো প্রাণীকে হত্যা করে আহার করাটা অন্যায় মনে হবে। অন্য একজন, অকারণে প্রাণী হত্যা করা মহাপাপ মনে করেন কিন্তু খাদ্য হিসেবে প্রাণীহত্যাকে পাপ মনে করেন না। এরূপ ভিন্ন ভিন্ন মানুষের নৈতিকতার মানদণ্ড ভিন্ন ভিন্ন হতে পারে। এই মানদণ্ড ব্যক্তি মানুষের বোধ, পারিবারিক বা সামাজিক বোধ বা জাতিগত বোধ থেকে নানা ভাবে নির্ধারিত হতে পারে। এই বৈশিষ্ট্যগুণ নানা ধরণের হতে পারে। যেমন-