সাঙ্গীতিক সময়
ক্রিয়াত্মক সঙ্গীত চলার সময় যে সময় অতিবাহিত হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা {সাঙ্গীতিক সময় | সময় | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
musical time
ব্যাখ্যা: যতক্ষণ ধরে একটি সঙ্গীত নামক ক্রিয়া চলতে থাকে, ক্রিয়াত্মক সঙ্গীতের অতিবাহিত সময় বলতে সাধারণভাবে এই অর্থকে গ্রহণ করা যায়। কিন্তু সঙ্গীতশাস্ত্রে সময়কে বিশেষভাবে বিবেচনা করা হয়। সঙ্গীতের সময় মনোজগতে সুরের সাথে সাথে সুরের দোলা সৃষ্টি করে। এই দোলা নিয়মিত হতে পারে আবার অনিয়মিত হতে পারে। প্রবহমান দোলার সমষ্টিগত নাম হলো- ছন্দ। বাতাসে বৃক্ষশাখার আন্দোলন, সমুদ্রের ঢেউ অনিয়মিত ছন্দে চলে। সঙ্গীতের দোলাকে শৃঙ্খলিত করে সময়ের নিরিখে বাঁধা হয়। ফলে একই ছন্দ একই সময়ের ভিতরে ফিরে আসতে বাধ্য করা হয়। এই নিয়মিত ভাবে ফিরে আসাকে সঙ্গীততত্ত্বে ছন্দের আবর্তন বলা হয়। এইভাবে প্রবহমান সম-সময়ে আবর্তিত ছন্দকে বলা হয় তাল।