সময়
ঘটনা প্রবাহের এমন একটি মাত্রা যা ভবিষ্যৎ থেকে বর্তমানের ভিতর দিয়ে অতীতে মিলিয়ে যায়।
ঊর্ধ্বক্রমবাচকতা {সময় | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
time
ব্যাখ্যা: বস্তুজগত ত্রিমাত্রিক। বস্তুজগতে বা মনোজগতের যে কোন ধরনের ঘটনার ধারাকে পরিমাপ করা হয়ে সময়ের বিচারে। ফলে ঘটমান যে কোনো বিষয়ের ক্ষেত্রে ভিন্নতর মাত্রা। বস্তুজগতে একে বলা হয় চতুর্থ মাত্রা। কিন্তু বিমূর্ত জগতে যদি ঘটনাকে সামগ্রিকভাবে একটি সত্তা হিসেবে বিবেচনা করা হয়, তাহলে সময় হয়ে দাঁড়ায় দ্বিতীয় মাত্রা। এই বিচারে সময়কে নিম্নোক্ত ভাগে ভাগ করতে পারি।