ভূতাত্ত্বিক সময়
পৃথিবীর গঠন ও পর্যায়ক্রমিক পরিবর্তনের
সময়।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ভূতাত্ত্বিক সময় | সময় |
সত্তাগুণ |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
geological time, geologic time
ব্যাখ্যা: পৃথিবীর গঠন ও পর্যায়ক্রমিক পরিবর্তনের সময়কে নানাভাবে উপস্থাপন
করা হয়। যেমন-
- অধিযুগ (period, geological period):
ভূতাত্ত্বিক কালের একটি ভাগ, যা একক হিসেবে প্রকাশ করা হয়।
- আমল
(age):
ভূতাত্ত্বিক কালের একটি ভাগ, যা একক হিসেবে প্রকাশ করা হয়।
কাল
(eon, aeon)
:
পৃথিবীর গঠন ও পর্যায়ক্রমিক পরিবর্তনের সময় দীর্ঘতম একক।