কাল
পৃথিবীর গঠন ও পর্যায়ক্রমিক পরিবর্তনের সময় বৃহৎ একক।
ঊর্ধ্বক্রমবাচকতা {কাল | ভূ-তাত্ত্বিক সময় | সময় | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
eon, aeon
ব্যাখ্যা: পৃথিবীর গঠন ও পর্যায়ক্রমিক পরিবর্তনের সময় নিরূপণে নানা ধরনের একক ব্যবহার করা হয়। এর ভিতরে কাল হলো বৃহৎ একক। যেমন- হেডিন, আর্কিয়ান, প্রোটেরোজোয়িক ইত্যাদি।