উদ্ভিজ আঁশ
উদ্ভিদ থেকে প্রাপ্ত
আঁশ।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ উদ্ভিজ আঁশ
|
প্রাকৃতিক আঁশ
|
আঁশ
|
স্পর্শনীয় বস্তু
|
বস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
ইংরেজি:
plant
fiber, plant fibre।
ব্যাখ্যা: স্পর্শের দ্বারা অনুভব করা যায় এবং দেখা যায় এমন বস্তু। স্পর্শনীয় বস্তুকে কৌশলকে নানা রূপ দেওয়া যায় এবং ব্যবহার করা যায়। এই জাতীয় বস্তু নানা ধরনের হতে পারে। এর ভিতরে এক ধরনের বস্তু আছে, যেগুলো সুর এবং দীর্ঘ দশায় পাওয়া যায়। উৎসের বিচারে আঁশ নানা ধরনের হতে পারে। এর একটি প্রকরণ হলো প্রাকৃতিক আঁশ। প্রাকৃতিক আঁশ নানা ধরনের হতে পারে। এর একটি প্রকরণ হলো উদ্ভিজ আঁশ।