দৃশ্য-শ্রাব্য সংরক্ষক ডিভাইস
শব্দ বা চিত্র ধারণ করা হয়েছে এমন সংরক্ষক ডিভাইস ।
ঊর্ধ্বক্রমবাচকতা {দৃশ্য-শ্রাব্য সংরক্ষক ডিভাইস | সংরক্ষক ডিভাইস | ডিভাইস | যন্ত্রীকরণ | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি:
recording
ব্যাখ্যা: শব্দ বা চিত্র ধারণ করার জন্য নানা ধরনের ডিভাইস ব্যবহার করা হয়যেমন- কম্পিউটারের হার্ডডিস্ক, কম্প্যাক্ট ডিসক, পেনড্রাইভ, রেকর্ড ইত্যাদি। শব্দ ও চিত্রের বিচারে সুনির্দিষ্টভাবে এ সকল ডিভাইসকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়। এই বিচারে একে দৃশ্য-শ্রাব্য সংরক্ষক ডিভাইস বলা হয়।