সবীজ উদ্ভিদ
যে সকল উদ্ভিদ বীজ থেকে উৎপন্ন হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা { সবীজ উদ্ভিদ | ভাস্কুলার উদ্ভিদ| উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |
ইংরেজি :
spermatophyte, phanerogam, seed plant

ব্যাখ্যা: ভাস্কুলার পদ্ধতির উদ্ভিদের একটি প্রকরণ। প্রাকৃতিক নিয়মে এই জাতীয় উদ্ভিদ জন্মে বীজ থেকে।