স্ব-নিয়ন্ত্রণ
নিজের উদ্যোগে নিজের কার্যকলাপের নিয়ন্ত্রণ করা।
ঊর্ধ্বক্রমবাচকতা {স্ব-নিয়ন্ত্রণ । নিয়ন্ত্রণ | নির্দিষ্ট কার্যকলাপমনুষ্য কার্যকলাপ | ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
ইংরেজি:
self-denial, self-discipline, self-control

ব্যাখ্যা:
কোনো কার্যকল্পের সুসম্পন্ন করার জন্য প্রয়োজন নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের একটি প্রকরণ হলো- স্ব-নিয়ন্ত্রণ। নিজের উদ্যোগে নিজের কার্যকলাপের নিয়ন্ত্রণ করাটাই হলো- স্ব-নিয়ন্ত্রণ। এর মধ্য দিয়ে মানুষের মিতাচারের সূচনা হয়।