কঠিন খাদ্য
দেহের পুষ্টির জন্য যে কঠিন পদার্থ খাদ্য হিসেবে গ্রহণ করা হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা  { কঠিন খাদ্য | কঠিন পদার্থ | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি: food, solid food
সমার্থক শব্দাবলি: খাদ্য, কঠিন খাদ্য।

ব্যাখ্যা: খাদ্যের একটি বিশেষ প্রকৃতি। কঠিন খাদ্য তরল নয়। এই বিচারে সুপ বা সরবত পানযোগ্য এবং কঠিন খাদ্য নয়। কঠিন খাদ্য নানা ধরনের হতে পারে। মূলত খাদ্যের উৎস অনুসারে এই জাতীয় খাদ্যের শ্রেণিকরণ করা হয়। যেমন-