কঠিন
পদার্থ
একটি আদর্শ তাপামাত্রা এবং চাপে
যার আকার আয়তন ও ভর থাকে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
কঠিন পদার্থ |
বস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
ইংরেজি:
solid ।
সমার্থক শব্দাবলি: কঠিন, কঠিন পদার্থ।
ব্যাখ্যা:
সাধারণভাবে বলা একটি আদর্শ তাপামাত্রা
এবং চাপে যার আকার আয়তন ও ভর থাকে। এই আদর্শ তাপমাত্রাকে অনেক সময় স্বাভাবিক
বসবাসযোগ্য কোনো কক্ষের সহনযোগ্য তাপমাত্রা বুঝানো হয়। এই তাপমাত্রায় যে কোনো
পদার্থ যে আকার, আয়তন ও ভর নিয়ে থাকে, তাকে বলা হয় পদার্থের স্বাভাবিক রূপ। কঠিন
পদার্থ নানাভাবে থাকতে পারে। ব্যবহারিক বা স্বাভাবিক প্রকৃতি অনুসারে কঠিন পদার্থকে
নানা ভাগে করা হয়: যেমন-
- কঠিন খাদ্য (food,
solid food): দেহের
পুষ্টির জন্য যে কঠিন পদার্থ খাদ্য হিসেবে গ্রহণ করা হয়।
-
স্ফটিক (crystal)
কঠিনকরণের দ্বারা কঠিন বস্তুর
রূপদশা আনা এমন বস্তু
এবং যার উচ্চতর নিয়মিত
পারমাণবিক গঠন।