স্ফটিকমণি 
খনি থেকে প্রাপ্ত চকচকে বা উজ্জ্বল শক্ত পাথর জাতীয় পদার্থ।
ঊর্ধ্বক্রমবাচকতা 
{ স্ফটিকমণি | খনিজবস্তু | ব্যবহার্য বস্তু | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি:
quartz

 

ব্যাখ্যা: খনি থেকে প্রাপ্ত চকচকে বা উজ্জ্বল শক্ত পাথর জাতীয় পদার্থ। এই সকল পাথরের মূল উপকরণ সিলিকন ডাই অক্সাইড। বেশিরভাগ ক্ষেত্রে এই জাতীয় পদার্থ পাওয়া যায় বালুকাপ্রস্তর বা গ্র্যানাইটে। হলুদ বালুর স্ফটিকে আয়রন অক্সাইড মিশ্রিত থাকে। নানা ধরনে স্ফটিকমণি খনি থেকে পাওয়া যায়। যেমন-