শ্রেণিগত দল
জীবজগতের শ্রেণিকরণের জন্য সৃষ্ট দল।
ঊর্ধ্বক্রমবাচকতা { শ্রেণিগত দল | জৈবিক দল | দল | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }

ইংরেজি:
taxonomic group, taxonomic group, taxonomic category, taxon
ব্যাখ্যা: বস্তুজগতে জীবন আছে এমন সকল সত্তাকে নিয়ে গঠিত দল। সকল জীবকে বিজ্ঞানীরা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য ধরে নানা শ্রেণিতে ভাগ করেছেন। এর ফলে যে ভাগগুলো সৃষ্টি হয়েছে একে বলা হয় শ্রেণিগত দল (taxonomic group)