জীবরাজ্য
প্রাণী,
উদ্ভিদ অন্যান্য জীবদের নিয়ে গঠিত ৫টি উচ্চতর দলের যে কোনো একটি। এই দলগুলো হলো-
মোনেরা, প্রোটোক্টোস্টা, উদ্ভিদ, ছত্রাক ও প্রাণী।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ জীবরাজ্য
| শ্রেণিগত দল
| জৈবিক দল
|
দল
|
বিমূর্তন|
বিমূর্ত সত্তা |
সত্তা
|}
ইংরেজি:
kingdom।
ব্যাখ্যা: বস্তুজগতে জীবন আছে এমন সকল সত্তাকে নিয়ে গঠিত দল। সকল জীবকে বিজ্ঞানীরা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য ধরে নানা শ্রেণিতে ভাগ করেছেন। এর ফলে যে ভাগগুলো সৃষ্টি হয়েছে একে বলা হয় শ্রেণিগত দল (taxonomic group)। এর ভিতরে জীবজগৎ নিয়ে তৈরি করা হয়েছে জীবরাজ্য। আর জীবরাজ্যেকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো-