প্রাণিজগৎ
জীবিত এবং বিলুপ্ত সকল প্রাণীদের নিয়ে সৃষ্টজগৎ।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ প্রাণিজগৎ
|
জীবরাজ্য
| শ্রেণিগত দল
| জৈবিক দল
|
দল
|
বিমূর্তন|
বিমূর্ত সত্তা |
সত্তা
|}
ইংরেজি:
Animalia, kingdom
Animalia, animal kingdom
ব্যাখ্যা: বস্তুজগতে জীবন আছে এমন সকল সত্তাকে নিয়ে গঠিত দল। সকল জীবকে বিজ্ঞানীরা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য ধরে নানা শ্রেণিতে ভাগ করেছেন। এর ফলে যে ভাগগুলো সৃষ্টি হয়েছে একে বলা হয় শ্রেণিগত দল (taxonomic group)। এর ভিতরে জীবজগৎ নিয়ে তৈরি করা হয়েছে জীবরাজ্য। আর জীবরাজ্যের পাঁচটি ভাগের একটি হলো প্রাণিজগৎ।