সীমা-লঙ্ঘনীয় কর্ম
যে কর্মের দ্বারা নৈতিক বা সামাজিক বিধির সুনির্দিষ্ট সীমা লঙ্ঘন করা হয়। 
ঊর্ধ্বক্রমবাচকতা {সীমা-লঙ্ঘনীয় কর্ম | মন্দকর্ম | নির্দিষ্ট কার্যকলাপ | মনুষ্য কার্যকলাপ | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা |  বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি: wrongdoing, wrongful conduct, misconduct, actus reus

ব্যাখ্যা: নৈতিকভাবে বা সামাজিকভাবে (ধর্ম, সংস্কৃতি ইত্যাদি) যে সকল কাজ করে, তা যখন কোনো গোষ্ঠীর দ্বারা অবাঞ্ছিত হিসেবে বিবেচনা করা হয়, তখন তাকে মন্দ কর্ম বলা হয়। এই কর্মের সীমা-লঙ্ঘন করার মধ্য দিয়ে, নৈতিকতা বা সাংস্কৃতিক বৈধতাকে অগ্রাহ্য করা হয়। সাধারণভাবে তাকেই সীমালঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়।