ভাব-প্রতীক
কোন বিশেষ ভাবকে প্রতীকী শব্দ দ্বারা চিহ্নিত করা হয়
ঊর্ধ্বক্রমবাচকতা { লিখিত প্রতীক | প্রতীক | সঙ্কেতচিহ্ন | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি: ?
ব্যাখ্যা: অনেক সময় ভাববাদীরা তাঁদের বিষয়কে কোনো বিশেষ শব্দ দ্বারা উপস্থাপন করেন। এক্ষেত্রে ওই শব্দ সাধারণ অর্থকে প্রতিস্থাপিত না করে, ভিন্নতর নতুন অর্থ প্রকাশ করে। যেমন বাউল তত্ত্বে 'সোনার মানুষ' বলতে বুঝায় মানবদেহ অবস্থানকারী 'পরমাত্মা'। এখানে সোনার মানুষ  হবে 'ভাবপ্রতীক'।