দর্শনগত লক্ষণ গুণ
দর্শনের বিচারে বিবেচ্য গুণাবলি।
ঊর্ধ্বক্রমবাচকতা { দরশনগত লক্ষণগুণ | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
visual property
ব্যাখ্যা: কোনো কিছু দেখে তা অনুভব করা বা তা চিনতে পারার জন্য, দৃশ্যমান বস্তুর আকার, রঙ, প্রেক্ষাপট ইত্যাদি বিচার করা হয়। বিচার্য এসবই মূলত দর্শনত লক্ষণগুণ হিসেবে বিবেচনা করা হয়। এই বিচারে দর্শনগুণগুলোকে যে ভাবে ভাগ করা হয়, তা হলো-