রঙ
কোনো বস্তু থেকে
দৃশ্যমান আলো প্রতিফলিত হয়ে চোখে পড়লে, মানুষ ওই আলোকে তরঙ্গ অনুসারে নানাভাবে ভাবে
অনুভব করে। তরঙ্গানুসারে এই অনুভবকে মানুষ বস্তুর রঙ হিসেবে চিহ্নিত করে থাকে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{রঙ |
দরশনগত লক্ষণগুণ |
লক্ষণগুণ |
সত্তাগুণ |
বিমূর্তন |
সত্তা
|}
ইংরেজি:color,
colour, coloring, colouring
।
ব্যাখ্যা:
বস্তুর রঙের তারতম্য ঘটে
আলোর তীব্রতা, বস্তুর রঙগ্রাসী গুণ, আলোকদূষণ ইত্যাদির কারণে। এই তারতম্যকে বলা হয়
রঙ-বৈষম্য (hue)
।
সবমিলিয়ে প্রকাশ পায় রঞ্জকতা বা বর্ণহীনতা।
-
বর্ণহীন রঙ
(achromatic color,
achromatic colour):
বর্ণ তারতম্যহীন দশায় বস্তুকে বর্ণহীন বিবেচনা করা হয়। এই বর্ণহীন বস্তুতে
সাদা, ধূসর বা কালো রঙ থাকে না। এই বিচারে সাদা, কালো এবং ধূসরবর্ণকে
বর্ণহীন রঙ বলা হয়।