বর্ণহীন রঙ
বর্ণ তারতম্যহীন দশায় বস্তুকে বর্ণহীন বিবেচনা করা হয়। এই বর্ণহীন বস্তুতে সাদা, ধূসর বা কালো রঙ থাকে না। এই বিচারে সাদা, কালো এবং ধূসরবর্ণকে অবার্ণ বা বর্ণহীন বলা হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা { বর্ণহীন রঙ | রঙ | দরশনগত লক্ষণগুণ | লক্ষণগুণ | সত্তাগুণ | বিমূর্তন | সত্তা |}
ইংরেজি:
achromatic color, achromatic colour
ব্যাখ্যা: বস্তুর রঙের তারতম্য ঘটে আলোর তীব্রতা, বস্তুর রঙগ্রাসী গুণ, আলোকদূষণ ইত্যাদির কারণে। এই তারতম্যকে বলা হয় রঙ-বৈষম্য । সবমিলিয়ে প্রকাশ পায় রঞ্জকতা বা বর্ণহীনতা।