লিখন-পদ্ধতি
ভাষার ধ্বনিকে প্রতীকের মাধ্যমে অঙ্কিত করার পদ্ধতি।
ঊর্ধ্বক্রমবাচকতা
{
লিখন | লিখিত যোগাযোগ |
যোগাযোগ |
বিমূর্তন |
বিমূর্ত-সত্তা|
সত্তা|}
ইংরেজি:
writing
ব্যাখ্যা: লিখন প্রক্রিয়া মাধ্যম অনুসারে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন- ভাষার
জন্য বর্ণমালা এবং অন্যান্য সহায়ক চিহ্ন, স্বরলিপির জন্য স্বর এবং অন্যান্য চিহ্ন
ইত্যাদি। তাই বিষয়ানুসারে লিখন পদ্ধতি ভিন্ন ভিন্ন রকমের হয়ে
থাকে। যেমন-(script)।
প্রতিটি প্রাকৃতিক ভাষার লিখন পদ্ধতিতে রয়েছে নিজস্ব ধরন।
এই ধরনের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায় বর্ণচিহ্ন ও বর্ণবিন্যাসের প্রভেদ। এই
বিশেষ বৈশিষ্ট্য নিয়ে তৈরি হয় লিপি।
বানান
(spelling):
সুনির্দিষ্ট কোনো ভাষার বিধি অনুসারে বর্ণের মাধ্যমে শব্দের
লেখ্য রূপ