লিখিত যোগাযোগ
লিখন কাজের মধ্য দিয়ে সৃষ্ট যোগাযোগ।
ঊর্ধ্বক্রমবাচকতা {লিখিত যোগাযোগ | যোগাযোগ
| বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
written communication, written language
ব্যাখ্যা:
নানাভাবে যোগাযোগ করা যায়। এর ভিতরে লিখনের সাহায্যে একটি। লিখিত যোগাযোগের অন্যতম মাধ্যম হলো, কোনো ভাষাকে সাঙ্কেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করা।