লিখন
কোনো মনুষ্য ভাষার শব্দ বা অন্য কোনো ধ্বনিকে প্রতীকচিহ্ন দ্বারা প্রকাশ করার পদ্ধতি।
ঊর্ধ্বক্রমবাচকতা { লিখন | লিখিত যোগাযোগ  | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা| সত্তা|}
ইংরেজি:
writing
ব্যাখ্যা: লিখন প্রক্রিয়া মাধ্যম অনুসারে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন- ভাষার জন্য বর্ণমালা এবং অন্যান্য সহায়ক চিহ্ন, স্বরলিপির জন্য স্বর এবং অন্যান্য চিহ্ন ইত্যাদি। লিখিত পাঠ্য নানা ধরনের হতে পারে। যেমন-