রচনা
কোনো ভাষার জন্য
ব্যবহৃত বর্ণমালার সাহায্যে কোনো বিষয়কে প্রকাশ করা।
ঊর্ধ্বক্রমবাচকতা
{
রচনা
|
লিখিত যোগাযোগ
| যোগাযোগ
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
ইংরেজি:
writing,
written material, piece of writing।
ব্যাখ্যা:
নানাভাবে যোগাযোগ করা যায়। এর ভিতরে লিখনের সাহায্যে একটি। লিখিত যোগাযোগের অন্যতম
মাধ্যম হলো, কোনো ভাষাকে সাঙ্কেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করা। রচনা নানা ধরনের হতে
পারে। যেমন−
- নথি
(document,
written document, papers):
তথ্য প্রদানকারী লিখন (বিশেষত অফিসের উপযোগী
লিখিত তথ্যাবলী)।
-
লিখন পদ্ধতি
(orthography, writing system):
কোনো ভাষা ধ্বনি-সঙ্কেতের মাধ্যমে লিখিত আকারে প্রকাশের
জন্য ব্যবহৃত পদ্ধতি।
- সাহিত্য কর্ম (
literary composition, literary work -)