নথি
তথ্য প্রদানকারী লিখন (বিশেষত অফিসের উপযোগী
লিখিত তথ্যাবলী)
ঊর্ধ্বক্রমবাচকতা
{
নথি |
রচনা |
লিখিত যোগাযোগ|
যোগাযোগ |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি: document, written document,
papers
ব্যাখ্যা:
নথি হলো লিখিত রচনার একটি প্রকরণ। নথি নানা ধরনের হতে পারে। যেমন-
legal document, legal instrument,
official document, instrument)
:
আইনগত বৈধতা আছে এমন চুক্তিভিত্তিক লিখিত নথি।
লেখ্যপ্রমাণ
( record
):
এমন একটি নথি যা আর্থিক লেনদেনের বৈধ সাক্ষ্য হিসাবে উপস্থাপিত হতে পারে।
বাণিজ্যিক নথি
(commercial
document, commercial instrument
):
বাণিজ্যের সাথে সম্পর্কিত নথি।