টোর্টোনিয়ান আমল
Tortonian age
১.১৬২ কোটি-৭২.৪৬ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দ
 

এটি মিয়োসিন অন্তঃযুগের যুগের পঞ্চম আমল। ১ কোটি ১৬ লক্ষ ২০ হাজার  খ্রিষ্টপূর্বাব্দে এই আমলের শুরু হয়েছিল। আর শেষ হয়েছিল ৭২ লক্ষ ৪৬ হাজার  খ্রিষ্টপূর্বাব্দে । ইতালির Tortona  শহরের নামানুসারে এই আমলের নামকরণ করা হয়েছিল। ১৮৫৮ খ্রিষ্টাব্দে সুইজারল্যান্ডের বিজ্ঞানী Karl Mayer-Eymar এই আমলের নামকরণ করেন। এই আমলের পরে শুরু হয়েছিল মেসিনিয়ান আমল

এই আমলের আগে ১.৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে হোমিনিডি গোত্র থেকে উদ্ভব হয়েছিল হোমিনিনাই উপগোত্রটি। এই গোত্র থেকে প্রায় ১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে গোরিল্লিনি গোষ্ঠী পৃথক হয়ে যায়। এই গোষ্ঠীর আদিম প্রজাতিকে
Chororapithecus abyssinicus আদিম গোরিলা হিসেবে বিবেচনা করা হয়।
 


সূত্র: