মেসিনিয়ান আমল
Messinian age
৭২.৪৬ -৫৩.৩৩ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দ


এটি
মিয়োসিন অন্তঃযুগের যুগের ষষ্ঠ এবং শেষ আমল। ৭২ লক্ষ ৪৬ হাজার খ্রিষ্টপূর্বাব্দে এই আমলের শুরু হয়েছিল। আর শেষ হয়েছিল ৫৩ লক্ষ ৩৩ হাজার খ্রিষ্টপূর্বাব্দে। ইতালির সিসিলির অন্তর্গত Messina  শহরের নামানুসারে এই আমলের নামকরণ করা হয়েছিল। ১৮৬৭ খ্রিষ্টাব্দে সুইজারল্যান্ডের বিজ্ঞানী Mayer-Eymar এই আমলের নামকরণ করেন। এই আমলের পরে শুরু হয়েছিল প্লিয়োসিন অন্তঃযুগ

জীবজগতের ক্রমবিবর্তন
১.৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে হোমিনিডি গোত্র থেকে উদ্ভব হয়েছিল হোমিনিনাই উপগোত্রটি। এই গোত্র থেকে প্রায় ১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে, হোমিনিনাই উপগোত্র থেকে গোরিল্লিনি গোষ্ঠী পৃথক হয়ে যায়। এই গোষ্ঠীর আদিম প্রজাতিকে কোরোরাপিথেকাস (
Chororapithecus abyssinicus) আদিম গোরিলা হিসেবে বিবেচনা করা হয়। এই আমলের শুরুর দিকে ৭২ থেকে ৭০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই প্রজাতিটি বিলুপ্ত হয়ে গিয়েছিল।

এই আমলের শুরুর দিকে অর্থাৎ ৭২ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে হোমিনিনাই উপগোত্রের অবশিষ্টাংশ থেকে হোমিনিনি এবং গ্রাসিয়োপিথেকিনি গোষ্ঠীর প্রজাতিসমূহ আবির্ভূত হয়েছিল। এই গোষ্ঠীর প্রজাতিগুলোর হোমো গণ ও শিম্পাঞ্জির যথেষ্ট মিল ছিল। এই কারণে অনেকে মনে করেন, এরা ছিল হোমো ও শিম্পাঞ্জি এই গোষ্ঠী থেকেই উদ্ভব হয়েছিল।

৭০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে হোমিনিনাই উপগোত্র থেকে উদ্ভব হয়েছিল সাহেলান্থ্রোপাস গণের। এই গণের একমাত্র প্রজাতি Sahelanthropus tchadensis । এই প্রজাতটির বিচরণক্ষেত্রে ছিল পশ্চিম-মধ্য আফ্রিকার চাদে।

৬১ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে হোমিনিনি গোষ্ঠী থেকে উদ্ভব হয়েছিল ওর্‌রোইরিন গণের প্রজাতিসমূহ। এই গণের একমাত্র প্রজাতি Orrorin tugenensis ৫৭ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। প্রজাতিটির জীবাশ্ম প্রাপ্তিস্থান কেনিয়ার Tugen পাহাড়ের নামানুসারে এর নামকরণ করা হয়েছিল।

লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে হোমিনিনি গোষ্ঠী থেকে উদ্ভব হয়েছিল
অষ্ট্রালোপিথেকিনা উপগোষ্ঠীর প্রজাতিসমূহ। এরা ছিল দ্বিপদী এবং দন্তবিন্যাস ছিল মানুষের মতো। কিন্তু এদের মস্তিষ্কের আকার ছিল বর্তমান জীবত  এপদের চেয়ে বড়। এই উপগোষ্ঠী থেকে ৫৬ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে উদ্ভব হয়েছিল অর্ডিপিথেকাস গণের প্রজাতিসমূহ।


সূত্র: