সাহেলান্থ্রাপাস
Sahelanthropus

প্রাণিজগতের হোমিনিনাই উপগোত্রের একটি গণ বিশেষ। প্রায় ৭০ লক্ষ খ্রিষ্ট্রুর্বাব্দের দিকে এদের আবির্ভাব ঘটেছিল। আর ৬২ লক্ষ খ্রিষ্টপূর্ব্দের দিকে এদের এই গণের সকল প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। ২০০২ খ্রিষ্টাব্দে পশ্চিম-মধ্য আফ্রিকার চাদে এই গণের Sahelanthropus tchadensis করোটির জীবাশ্ম পাওয়া গিয়েছিল।

এই প্রজাতটির সাথে নানা দিক থেকে হোমো গণ ও শিম্পাঞ্জির মিল রয়েছে। তাই অনেকে মনে করেন, জীবজগতের ক্রমবিবর্তনের ধারায় এই প্রজাতটি হয়তো হোমো গণ ও শিম্পাঞ্জির পূর্ববর্তী প্রজাতি ছিল।
অনেকে এই প্রজাতিটিকে গরিলার পূর্ব-পুরুষ হিসেবেও বিবেচনা করে থাকেন।
 

John Gurche-এর আঁকা চিত্র

জীবাশ্ম হিসেবে পাওয়া গিয়েছল ছোটো একটি করোটি, পাঁচ টুকরো চোয়ালের ভাঙা অংশ এবং কিছু দাঁত। এসকল নমুনা অনসরণ করে বিজ্ঞানীরা ধারণা করেছেন যে, এদের মস্তিষ্কের আধারটি ছিল ৩২০ থেকে ৩৮০ সিসি।  



সূত্র: