প্লিয়োসিন অন্তঃযুগ
Pliocene epoch
৫৩.৩৩-২৫.৮ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দ
 

এটি নিয়োজেন অধিযুগের যুগের দ্বিতীয় অন্তঃযুগ। ৫৩ লক্ষ ৩৩ হাজার  খ্রিষ্টপূর্বাব্দে এই অন্তঃযুগের সূচনা হয়েছিল এবং ২৫ লক্ষ ৮০ হাজার খ্রিষ্টপূর্বাব্দে এই অধিযুগ শেষ হয়েছিল। গ্রিক πλεῖον (pleion, "more") and καινός (kainos, "new") অনুসরণে এই অন্তঃযুগের নামকরণ করেছিলেন চারল্‌স্ লাইয়েল।
 

এই অন্তঃযুগকে ২টি আমলে ভাগ করা হয়েছে। এই ভাগ ২টি হলো

ই অন্তঃযুগে শুরুর দিকে জাঙ্ক্‌লিয়ান আমল-এ এলিফ্যান্টিফর্‌ম্‌স্ অধবর্গ থেকে ঊর্ধগোত্র উদ্ভব হয়েছিল এলিফ্যান্টিডি গোত্র।  এই গোত্র থেকে ৫০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে ম্যামুথুস গণের আবির্ভাব হয়েছিল। প্রায় একই সময়ে  এই গোত্র থেকে আধুনিক হাতি' দুটি গণ এলফাস, লোক্সোডোন্টার প্রজাতিকুল এবং  প্যালিয়োক্সোডোন, পিরামেলেফাস গণের প্রজাতিকুল আবির্ভাব হয়েছিল।
       
[দেখুন:  এলফাস, লোক্সোডোন্টা (হাতি) ও ম্যামুথুস ম্যামোথ

 


সূত্র: