জাঙ্ক্লিয়ান আমল
Zanclean age
৫৩.৩৩-৩৬ লক্ষ
খ্রিষ্টপূর্বাব্দ
ইতালিয়ান
Zancle (ইতালির একটি
মেসিনা নগরীর প্রাক্-রোমান নাম)>ইংরেজি
Zanclean>বাংলা
জাঙ্ক্লিয়ান।
এটি
প্লিয়োসিন
অন্তঃযুগের
যুগের প্রথম আমল। ৫৩ লক্ষ ৩৩ হাজার
খ্রিষ্টপূর্বাব্দে
এই আমলের শুরু হয়েছিল। আর শেষ হয়েছিল
৩৬ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে
। ইতালির সিসিলির অন্তর্গত
Messina
শহরের প্রাক্-রোমান নাম ছিল Zancle।
এই নামানুসারে, ১৮৬৮ খ্রিষ্টাব্দে ইতালির
বিজ্ঞানী
Giuseppe Seguenza
এই আমলের নামকরণ করেন। এই আমলের পর শুরু হয়েছিল
পিয়াসেনজিয়ান
আমল।
এই
আমলের অন্তঃযুগে শুরুর দিকে
এলিফ্যান্টিফর্ম্স্
অধবর্গ থেকে
উদ্ভব হয়েছিল
এলিফ্যান্টিডি গোত্র। এই গোত্র থেকে
৫০
লক্ষ
খ্রিষ্টপূর্বাব্দের দিকে ম্যামুথুস গণের আবির্ভাব হয়েছিল।
প্রায় একই সময়ে এই গোত্র থেকে আধুনিক
হাতি ' দুটি গণ এলফাস, লোক্সোডোন্টার প্রজাতিকুল এবং
প্যালিয়োক্সোডোন, পিরামেলেফাস গণের প্রজাতিকুল আবির্ভাব হয়েছিল।
[দেখুন: এলফাস, লোক্সোডোন্টা (হাতি
)
ও
ম্যামোথ
ম্যামুথুস
গণের উদ্ভব
Mammuthus subplanifrons
প্রায়
৫০
লক্ষ
খ্রিষ্টপূর্বাব্দ
ম্যামুথুস গণের
আবির্ভাব হয়েছিল।
এই গাণের
আদিপুরুষরা বাস করতো একালের
দক্ষিণ আফ্রিকা
ও পূর্ব
আফ্রিকার
দেশসমূহে।
ম্যামুথুস গণের সর্বপ্রাচীন প্রজাতি হিসেব
Mammuthus subplanifronsকে
বিবেচনা করা।
এদের
কাঁধ বরাবর উচ্চতা ছিল ৩.৬৮ মিটার। আর ওজন
ছিল ৯ টন। এই সময়ে
আফ্রিকার উষ্ণ আবহাওয়ায় এদের শরীরে তখনও দীর্ঘ এবং ঘন লোম তৈরি হয়
নি।
গণ্ডার আদিপুরুষের উদ্ভব
রাইনোইসেরোটিডায়ি
নামক গোত্রের উদ্ভব হয়েছিল
ইয়োসিন অন্তঃযুগে
(৫.৬-৩.৩৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ)। এই গোত্র থেকে পরবর্তী সময়ে
গণ্ডার জাতীয় প্রাণীর বিভিন্ন গণের উদ্ভব হয়েছিল। এই গোত্রের আদি প্রজাতি
(Coelodonta thibetana
বা
Coelodonta tologoijensis)
৩৭
লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে। এদের সাধারণ নাম
লোমশ গণ্ডার। ধারণা করা হয়, এদের উদ্ভব হয়েছিল
এরা ইউরেশিয়াতে বসবাস করতো।
এই সময়ের বিশালাকার
উল্লেখযোগ্য অপর
তৃণভোজী ছিল
।
এদের
কাঁধের উপরে বিশাল কুঁজো ছিল। এর মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য ছিল ৩ থেকে ৩.৮
মিটার (৯.৮-১২.৫ ফুট)। আনুমানিক ওজন ছিল ১৮০০- থেকে ২৭০০ কেজি। আর কাঁধ বরাবর উচ্চতা
ছিল ২ মিটার (৬.৬ ফুট)।
এদের ছিল দুটি খড়্গ। নাকের সম্মুখের খড়্গটি ছিল বাঁকানো এবং বেশ বড়। এর দৈর্ঘ্য ছিল
প্রায় ৩.৩ ফুট থেকে ৪.৬ ফুট। এর পিছনে দুই চোখের মাঝখানে ছিল ছোট খড়্গটি। এর
ওজন ছিল প্রায় ১৫ কেজি। মাথার খুলিটির দৈর্ঘ্য ছিল ৭০-৯০ সেন্টিমিটার (২৮ থেকে ৩৫
ইঞ্চি)।
অর্ডিপিথেকাস
গণের বিবর্তন
আগের
মেসিনিয়ান আমলে -
অষ্ট্রেলোপিথেকিনা উপগোষ্ঠী
থেকে অর্ডিপিথেকাস গণ পৃথক হয়ে গিয়েছিল। ৫৮ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের
অর্ডিপিথেকাস
গণের
অর্ডিপিথেকাস কাডাব্বা'র আবির্ভাব হয়েছিল।
এই আমলের ৫২ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের এরা বিলুপ্ত হয়ে যায়।
এই সময় এরা বাস করতো ইথিওপিয়া এবং তৎসংলগ্ন
অঞ্চলে বসবাস করতো।
অর্ডিপিথেকাস
গণের অপর প্রজাতি
অর্ডিপিথেকাস রেমিডাস
আবির্ভূত হয়েছিল ৪৫ লক্ষ
খ্রিষ্টপূর্বাব্দে। ৪২ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এরা বিলুপ্ত হয়ে গিয়েছিল।
অস্ট্রেলোপিথেকাস
আবির্ভাব এবং বিবর্তন
অষ্ট্রেলোপিথেকিনা উপগোষ্ঠী
থেকে
৪৫ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দ
আফ্রিকাতে আবর্ভুত হয়েছিল অস্ট্রালোপিথেকাস গণের প্রাণিকুল।
৪৭ থেকে ২০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে অষ্ট্রালোপিথেকাস গণ থেকে উদ্ভব হয়েছিল একাধিক প্রজাতি। এখন পর্যন্ত এই গণের
৭টি
প্রজাতির সুনির্দিষ্ট প্রজাতি আবিষ্কার করা সম্ভব হয়েছে। প্রজাতিগুলোর হলো-
অস্ট্রেলোপিথেকাস
গণের অপর যতিনটি প্রজাতির আবির্ভাব ঘটেছিল আরও পরে। এই তিনটি প্রজাতি
হলো-