অর্ডিপিথেকাস রেমিডাস
Ardipithecus ramidus

অষ্ট্রালোপিথেকিনা উপগোষ্ঠীর অন্তর্গত অর্ডিপিথেকাস গণের অন্তর্গত একটি প্রজাতি বিশেষ। ৪৫ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এদের আবির্ভাব হয়েছিল। ৪২ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এরা বিলুপ্ত হয়ে গিয়েছিল।

আফ্রিকার আফার ভাষায়
ardi শব্দের অর্থ ভূমি বা মেঝে এবং ramid শব্দের অর্থ মূল বা আদি। এই দুটি শব্দের সমন্বয়ে এর বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে Ardipithecus ramidus
১৯৯৭-২০০১ সালে এর উপ-প্রজাতির কিছু জীবাশ্ম পাওয়া গেছে
বিজ্ঞানীরা এর নামকরণ করেছেন Ardipithecus ramidus kadabba

এর যে আক্ষরিক অর্থ পাওয়া যায়, তা হলো- ground man-root (ভূচর আদি-মানব)। ১৯৯৪ সালে ইথিওপিয়ার মধ্য আওয়াশ (Middle Awash) অঞ্চল থেকে টিম হোয়াইট (Tim White ) এবং তার দুজন সহকর্মী Gen Suwa এবং Berhane Asfaw এর কিছু জীবাশ্ম আবিষ্কারের ঘোষণা দেন।

এ যাবৎ এর ১৭টি জীবাশ্ম পাওয়া গেছে । এগুলোর ভিতরে রয়েছে চোয়াল, দাঁত, মাথার খুলি, বাম হাতের অস্থি। ধারণা করা হয় এরা সম্ভবত দুই পায়ে হাঁটতো। এদের দৈর্ঘ্য ছিল ১২২ সেন্টিমিটার (৪ ফুট)।

উল্লেখ্য, ৫৮ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে হোমিনিনি গোষ্ঠী থেকে উদ্ভব হয়েছিল অষ্ট্রালোপিথেকিনা উপগোষ্ঠীর প্রজাতিসমূহ। এরা ছিল দ্বিপদী এবং দন্তবিন্যাস ছিল মানুষের মতো। কিন্তু এদের মস্তিষ্কের আকার ছিল বর্তমান জীবত  এপদের চেয়ে বড়। এই উপগোষ্ঠী থেকে ৫৮ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে উদ্ভব হয়েছিল অর্ডিপিথেকাস গণের প্রজাতিসমূহ।

এই গণের অন্তর্গত দুটি প্রজাতির নাম পাওয়া যায়। এই প্রজাতি দুটি হলো-