অর্ডিপিথেকাস কাডাব্বা
Ardipithecus kadabba

অষ্ট্রালোপিথেকিনা উপগোষ্ঠীর অন্তর্গত অর্ডিপিথেকাস গণের অন্তর্গত একটি প্রজাতি বিশেষ। উল্লেখ্য আফ্রিকার আফার ভাষায় কাডাব্বা শব্দের অর্থ হলো- 'পরিবারের জনক'।

উল্লেখ্য, ৫৭.৭ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে হোমিনিনি গোষ্ঠী থেকে উদ্ভব হয়েছিল অষ্ট্রালোপিথেকিনা উপগোষ্ঠীর প্রজাতিসমূহ। এরা ছিল দ্বিপদী এবং দন্তবিন্যাস ছিল মানুষের মতো। কিন্তু এদের মস্তিষ্কের আকার ছিল বর্তমান জীবত  এপদের চেয়ে বড়। এই উপগোষ্ঠী থেকে ৫৮ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে উদ্ভব হয়েছিল অর্ডিপিথেকাস গণের প্রজাতিসমূহ। এর ভিতরে অর্ডিপিথেকাস কাডাব্বা ছিল আদিমতম প্রজাতি।

এই প্রজাতির বেশ কিছু দাঁত ও উরুর অস্থি পাওয়া গিয়েছিল আফ্রিকার ইথিওপিয়ায়। হোমো গণ ও শিম্পাঞ্জির মিল রয়েছে। এরা দ্বিপদী ছিল।  মস্তিষ্কের আকার ছিল শিম্পাঞ্জির মতো। এরা জঙ্গলময় দাঁতে পুরু এনামেলের আবরণ ছিল। এই কারণে গাছের শক্ত শাখা এবং বাদামের মতো শক্ত ফল আহার করতে পারতো। খাদ্যের জন্য এরা অরণ্যময় তৃণাঞ্চলে বসবাস করতো।

সূত্র: