মূলবন্ধাসন
যোগশাস্ত্রে বর্ণিত
একটি
আসন বিশেষ।
এই আসনের অনুশীলনে শরীরের মূল গ্রন্থি
ও
স্নায়ুকে সুস্থ ও সক্রিয় করে
বলে,
এর নামকরণ করা হয়েছে মূলবন্ধাসন
(মূলবন্ধ +আসন)।
পদ্ধতি
১.
দণ্ডাসনে
উপবেশন করুন।
২. এবার দুই পায়ের হাঁটু
ভাজ করে,
দুই পায়ের পদতল এক করুন এবার
দুই পায়ের গোড়ালি উপরে তুলে ধরুন এবং পায়ের অগ্রভাগ মাটিতে স্থাপন করুন।
৩. এবার হাত দুটো উরুর
দুই পাশে স্থাপন করুন এক্ষেত্রে হাতের আঙুলগুলো পিছনের দিকে প্রসারিত করুন।
৪. শ্বাস-প্রশ্বাস
স্বাভাবিক রেখে ২০ সেকেণ্ড স্থির হয়ে থাকুন।
৫. এরপর ২০ সেকেণ্ড শবাসনে বিশ্রাম নিন।
৬. এরপর আসনটি আরও দুইবার করুন
উপকারিতা
১. শরীরের
প্রয়োজনীয় গ্রন্থগুলো থেকে রস নিঃসরণ বৃদ্ধি পায়।
২. পায়ের গোড়ালি,
আঙুল,
হাঁটু,
কোমরের বাত নিরাময় হয়
৩. কোষ্ঠকাঠিন্য,
অজীর্ণ রোগের উপশম হয়।
৪. স্ত্রীরোগ,
অর্শ নিরাময় হয়।
৫. যৌন সংযম বৃদ্ধি
পায়।
সূত্র :
যোগাসনে রোগ আরোগ্য। ডঃ রমেন মজুমদার
রোগারোগ্যে যোগব্যায়াম। কানাইলাল সাহা
যোগ সন্দর্শন। ডাঃ দিব্যসুন্দর দাস
যোগ ব্যায়াম। সবিতা মল্লিক