সঙ্কটাসন
যোগশাস্ত্রে বর্ণিত
আসন বিশেষ।
এর সাধারণ অর্থ হলো―
সংকীর্ণ,
অভেদ্য,
আপদ-জনক,
নিবিড়। এই আসনে দেহকে
নিবিড়ভাবে সংযুক্ত করে উপস্থাপন করা হয় বলে এর নামকরণ করা হয়েছে সঙ্কটাসন (সঙ্কট +
আসন।
পদ্ধতি
১. প্রথমে সোজা হয়ে
দাঁড়ান।
২. এরপর ডান পা-কে উপরে
তুলে ধরুন। তারপর দুই হাত দিয়ে এই পা-কে ধরে মাথার উপর দিয়ে কাঁধে এনে স্থাপন করুন।
৩. এবার হাত দুটো
নমস্কারের ভঙ্গিতে বুকের উপর রেখে স্থির হয়ে দাঁড়ান।
৪. স্বাভাবিকভাবে
শ্বাস-প্রশ্বাস চালু রেখে ১০ সেকেণ্ড অবস্থান করুন। এরপর পা বদল করে আসনটি পুনরায়
১০ সেকেণ্ড করুন।
৫. এরপর ২০ সেকেণ্ড
শবাসনে বিশ্রাম নিন।
উপকারিতা
১. উরুর সংযোগস্থলের
স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে। ফলে যৌন- আসনের বৈচিত্র্য আনার সহজতর হয়।
২. পায়ের পেশী অস্থি সবল
হয়।
৩. মেরুদণ্ড ও
স্নায়ুতন্ত্র সবল হয়।
৪. অর্শ,
হার্নিয়া রোগ সৃষ্টির
প্রতিরোধ করে।
সূত্র :
যোগাসনে রোগ আরোগ্য। ডঃ রমেন মজুমদার
রোগারোগ্যে যোগব্যায়াম। কানাইলাল সাহা
যোগ সন্দর্শন। ডাঃ দিব্যসুন্দর দাস
যোগ ব্যায়াম। সবিতা মল্লিক
http://www.yogapoint.com/yoga-poses/sankatasana.htm