উপবিষ্ট-পবনমুক্তাসন
যোগশাস্ত্রে বর্ণিত আসন বিশেষ।

উপবিষ্ট এর সরল অর্থ হলোআসীন (বসেছে এমন)বসে থাকা অবস্থা থেকে পবন-মুক্তাসন সম্পন্ন হয় বলে, এর নামকরণ করা হয়েছে উপবিষ্ট পবনমুক্তাসন (পবনমুক্ত + আসন)

 

পদ্ধতি

. প্রথমে দুই পা ছড়িয়ে বসুন

. এরপর দুই পা এক সাথে ভাঁজ করে বুক ও পেটের কাছে লাগান

. এবার দুই হাত দ্বারা ভাঁজ করে বুকের কাছে আনুন

. এবার ডান হাত দ্বারা পা দুটোকে বেষ্টন করে বাম হাতের কনুই চেপে ধরুনএকইভাবে বাম হাত দ্বারা ডান হাতের কনুই চেপে ধরুন

. এবার উভয় হাতের চাপে পা-দুটোকে পেটের সাথে সজোরে চাপুন এবং ৩০ সেকেণ্ড স্থির হয়ে থাকুনএই সময় শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখুন
৬. এরপর আসন ত্যাগ করে
শবাসনে বিশ্রাম নিন এরপর আসনটি আরও দুই বার করুন

 

উপকারিতা

. পাকস্থলী, যকৃত, প্লীহা সুস্থ থাকে

. পেট থেকে বায়ু দূর করে

. হজমশক্তি বৃদ্ধি পায় এবং বহুমূত্ররোগের উপশম হয়

. হাঁপানী রোগের উপশম হয়


সূত্র :
যোগাসনে রোগ আরোগ্য
। ডঃ রমেন মজুমদার
রোগারোগ্যে যোগব্যায়াম। কানাইলাল সাহা
যোগ সন্দর্শন। ডাঃ দিব্যসুন্দর দাস
যোগ ব্যায়াম। সবিতা মল্লিক