ভটনাসন
যোগশাস্ত্রে বর্ণিত
আসন বিশেষ।
এর বর্ধিত প্রকরণগুলো
হলো―
বদ্ধ পরিবৃত্ত-ভটনাসন,
বদ্ধ ভটনাসন,
সুপ্তভটনাসন।
পদ্ধতি
১.
প্রথমে সোজা হয়ে দাঁড়ান।
২.
এরপর ডান হাঁটু ভাজ করে,
এর হাঁটু মাটিতে রাখুন বাম পাকে
সামনের দিকে ভাঁজ করে এর পাতা মাটির উপর রাখুন।
৩.
এবার ডান পায়ের উর্ধাংশ উপরের দিকে তুলে বাম পায়ের উরুর উপর রাখুন।
৪.
এবার মেরুদণ্ড সোজা করে,
দুই হাত বুকের কাছে তুলে
নমস্কারের ভঙ্গিতে রেখে ২০ সেকেণ্ড স্থির হয়ে থাকুন এরপর পা বদল করে আসনটি আবার
করুন।
৫. এরপর আসন ত্যাগ করে
শবাসনে
বিশ্রাম করুন
উপকারিতা
১.
হার্নিয়া দূর হয়।
২.
পায়ের পেশী সবল হয়।
৩.
যৌনাঙ্গ
সতেজ ও সবল হয়।
সূত্র :
যোগাসনে রোগ আরোগ্য। ডঃ রমেন মজুমদার
রোগারোগ্যে যোগব্যায়াম। কানাইলাল সাহা
যোগ সন্দর্শন। ডাঃ দিব্যসুন্দর দাস
যোগ ব্যায়াম। সবিতা মল্লিক