অরিনিথিশ্‌কিয়া
ইংরেজি : Ornithischia

ডাইনোসরের একটি বর্গ বিশেষ। Ornithischia এই নামের অর্থ হলো পাখির পশ্চাৎদেশ ((bird hips=Gr. ornith- (ornis) "bird" + Gr. iskhion "hip joint"১৮৮৮ সালে সিলি (Seeley) এর নামকরণ করেন। এদের পেলভিসের গঠন একপাশ থেকে চতুর্মুখী মনে হয় এবং পিউবিস-এর উপরিভাগের সম্মুখ অংশ ইলিয়ামের দিকে ঢালুভাবে যুক্ত থাকে না। সেই সাথে একটি প্রিডেন্টরি অস্থি থাকে।

এই বর্গের এর অধঃস্তন শ্রেণীস্তর নিয়ে বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে মতভেদ দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রে এই বর্গকে প্রথমে দুটি উপবর্গে বিভাজিত করা হয়েছে। এই ভাগ দুটি হলো- Fabrosauria Genasauria। এই দুটি উপবর্গ বিভাজনে যে বৈশিষ্ট্য ও এদের অধঃস্তন শ্রেণীর  পরিচয় নিচে দেওয়া হলো।

Fabrosauridae উপবর্গ : এই উপবর্গের ডাইনোসরগুলো ছিল আকারে বেশ ছোট (দৈঘ্য ১-২ মিটার)। এরা দুই পায়ে ভর দিয়ে চলতো, তবে লেজ ছিল বেশ দীর্ঘ। হাতে পায়ে আঙুলের সংখ্যা ছিল ৪-৫টি। এর অধঃস্তন শ্রেণীস্তরর গোত্র হলোFabrosauridae

এই গোত্রের ডাইনোসরের উদাহরণ খুব বেশি পাওয়া যায় না। এর উল্লেখযোগ্য গণ হলো
-Lesothosaurus এবং এর প্রজাতিটি হলো- diagnosticus অনেকেই আরও একটি উপবর্গ হিসাবে Genasauria নামোল্লেখ করে থাকেন। কিন্তু এটি সর্বজন স্বীকৃত নয়।

প্রথম বিচার Order : Ornithischia
Suborder : Fabrosauria
Suborder :
Genasauria
Infraorder : Thyreophora
                 : Cerapoda
   
দ্বিতীয় বিচার

Order : Ornithischia
Suborder : Fabrosauria
                : Thyreophora
                : Cerapoda


I
nfraorder : Thyreophora
(থাইরেওফোরা)
প্রথম বিচারে উপবর্গ Genasauria-এর দুটি এই ক্ষুদ্রবর্গ পাওয়া গেছে। এর প্রথমটি হলো-Thyreophora। এর অতিক্ষুদ্র বর্গে (Microorder)  হলো- Eurypoda। এই ক্ষুদ্রবর্গ দুটি অধিগোত্রে বিভাজিত হয়েছে। এই ভাগ দুটো হলো- StegosauriaAnkylosauria

  Superfamily : Stegosauria (স্টেগোসোরিয়া)
এই অধিগোত্রের প্রাণীগুলো ছিল উদ্ভিদভোজী এবং চতুস্পদী। এদের দেহে প্রতিরক্ষামূলক বর্ম ছিল। এর গোত্রগুলো হলো-
Stegosauridae, ScelidosauridaeRigalitidae
   
  Superfamily : Ankylosauria (এ্যাংকাইলোসোরিয়া)
এদের ব্যাপক প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত ট্যাঙ্কের মতো ভারী শরীর ছিল এমন উদ্ভিদভোজী ডাইনোসরের দলগত নাম হলো-Ankylosauria (এ্যাংকাইলোসোরিয়া)। এরা উর্ধ্ব জুরাসিক
অধিযুগে বসবাস করতো। এই বিভাগের ডাইনোসরগুলো হলোAnkylosaurus (এ্যাঙ্কিলোসোরাস), Euoplocephalus (ইউপ্লোসেফালাস), polacanthus (পোল্যাক্যান্থাস)।

এর গোত্রগুলো হলো-
Acanthopholididae, NodosauridaeSyrmosauridae

Infraorder : Cerapoda (সেরাপোডা)
এর অতিক্ষুদ্র বর্গ (খষভঁত্ত্ঁমযঁ) হলো- Ornithopoda Marginocephalia

  Microorder : Ornithopoda (অরিনিথোপোডা)
এই অতিক্ষুদ্র বর্গের প্রাণীগুলো ছিল উদ্ভিদভোজী এবং দ্বিপদী।
 
ট্রায়াসিক থেকে ক্রেটাসিয়াস অধিযুগ পর্যন্ত এদের বিবর্তনের ধারা অব্যাহত ছিল। গ্রিক ornis (পাখি) এবং pous (পা) এর সূত্রে এই নামের অর্থ দাঁড়ায় পাখির পা। এদের পায়ের পাতায় তিনটি করে আঙুল ছিল। এরা চতুস্পদী থাকলেও, আদি প্রজাতিগুলো দুই পায়ে বেশ তীব্র গতিতে ছুটতে পারতো। এই সময় সামনের ক্ষুদ্র পা ভারসাম্যের জন্য ব্যবহার করতো। এর পরবর্তী বংশধররা পুরোপুরি চতুস্পদী হয়ে গিয়েছিল। স্বাভাবিক চলাচলের সময় এরা চার পা ব্যবহার করলেও, দৌড়ানোর সময় পিছনের দুই পা ব্যবহার করতো। এদের ঠোঁট ছিল  শিংয়ের মতো শক্ত। এদের উচ্চতা ছিল ১ মিটার (৩ ফুট), থেরোপোডস-দের (Theropods) মতো এদের লেজ ছিল বেশ অনমনীয়। আদি প্রজাতিগুলো আকারে ছোট থাকলেও, পরের দিকের প্রজাতিগুলোর উচ্চতা দাঁড়িয়েছিল প্রায় ১৫ মিটার (৫০ ফুট)।
   
  Marginocephalia  (মার্গিনোসেফালিয়া)
এই অতিক্ষুদ্র বর্গের প্রাণীগুলো ছিল উদ্ভিদভোজী এবং দ্বিপদী। এদের নিতম্বের হাড় পাখির মত ছিল। মাথার উপরিভাগ বিভিন্ন উপকরণ দ্বারা সুসজ্জিত ছিল। ফলে মাথার উপরিভাগের অস্থিতে একটি সমতল ভাব চলে এসেছিল। মাথার উপরের অংশে শিং বা ছোট ছোট অস্থিসজ্জা ছিল। মাথার উপরের এই শিং বা অস্থিসজ্জা যুক্ত পুরু করোটির বিচারে একে ৩টি  অধিগোত্রে বিভাজিত করা হয়েছে। এই অধিগোত্র ৩টি হলো- Ceratopsia, Pachycephalosauria Neoceratopsia
     
    Ceratopsia (সেরাটপসিয়া) :  এই অধিগোত্রের প্রাণীগুলো ছিল উদ্ভিদভোজী। এদের সামান্য কিছু প্রজাতি সর্বভুক ছিল বলে অনুমান করা হয়। এরা ১৪ কোটি ৪০ লক্ষ বৎসর থেকে ৬ কোটি ৫০ লক্ষ বৎসর পূর্বকালে (ক্রেটাসিয়াস অধিযুগ)  জীবিত ছিল। এদের আদি বাসস্থান এশিয়া অংশে থাকলে, পরে উত্তর আমেরিকা অংশে চলে এসেছিল। এরা চতুস্পদী বা দ্বিপদী ছিল। এদের দেহে প্রতিরক্ষামূলক ব্যাবস্থা হিসাবে খড়গ বা শিং ছিল।  এদের গোত্র সংখ্যা তিনটি। এই ২টি গোত্র হলো Ceratopsidae ও  Psittacosauridae

Pachycephalosauria  (প্যাকাইসেফালোসোরিয়া) : এদের মাথার করোটির গড়ন ছিল বেশ মোটা ও সমতল বা গুম্বুজের মতো। এদের ভিতর সমতল করোটিযুক্ত প্রজাতিগুলোর গোত্র হলোHomalocephalidae, পক্ষান্তরে গুম্বুজের মতো করোটিযুক্ত প্রজাতিগুলোর গোত্র Pachycephalosauridae

Neoceratopsia (নিওসেরাটোপসিয়া) : এরা ছিল আদি ক্রেটাসিয়াস অধিযুগের। এর অধঃস্তন গোত্রটি হলোProtoceratopsidae

সূত্র :
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://www.enchantedlearning.com/subjects/dinosaurs/glossary/