এল ক্যাস্টিলো গুহাচিত্র
El Castillo Cave Paintings

স্পেনের এল ক্যাস্টিলো গুহায় অঙ্কিত প্রাচীন গুহাচিত্র। খ্রিষ্টপূর্ব ৩৯ হাজার অব্দের দিকে ক্রো-ম্যাগনানরা এই গুহাচিত্র অঙ্কন করেছিল। এই বিচারে এই গুহাচিত্রকে অরিগ্ন্যাসিয়ান সভ্যত'র অংশ হিসেবে বিবেচনা করা হয়। তবে অনেকে এই ছবিগুলো হোমো নিয়ানডার্থালেনসিস-দের আঁকা কিনা এ নিয়ে সন্দেহ করে থাকেন। স্পেনের ক্যান্টাব্রিয়া অঞ্চলের অন্যান্য গুহায় অঙ্কিত গুহাচিত্রের গোত্রভুক্ত করা হয়ে থাকে। এই কারণে একে অনেক সময় ফ্রাঙ্কো-ক্যান্টাব্রাইয়ান গুহাচিত্র (Franco-Cantabrian Cave Art) নামে অভিহিত করা হয়।

১৯০৩ খ্রিষ্টাব্দে স্প্যানিশ প্রত্নতত্ত্ববিদ
Hermilio Alcalde del Rio এই ১০০টি গুহাচিত্র আবিষ্কার করেন। এর ভিতরে কিছু খোদিত চিত্রও পাওয়া গেছে। এই গুহাচিত্রের ভিতরে রয়েছে বাইসন, ছাগল, ঘোড়া, হরিণ, ম্যামোথ,  কুকুরের ছবি। এছাড়া রয়েছে মানুষের হাতের ছাপচিত্র।
 

বাইসনের ছবি

হাতের  ছবি


ক্রো-ম্যাগনানদের যখন ইউরোপের বিভিন্ন গুহায় খোদাই, ছাপ বা অঙ্কন ইত্যাদি চিত্রকর্মের চর্চা করে চলেছিল, সেই সময় ইউরোপ থেকে বহুদূরে দক্ষিণ-পূর্ব এশিয়ার আদিবাসীরা, ইন্দোনেশিয়া বোর্নিও এবং মালুকু দ্বীপপুঞ্জের মধ্যবর্তী সুলাওয়েসি দ্বীপে চিত্রকর্মের বিকাশ ঘটেছিল। ৪০,০০০ খ্রিষ্টপূর্বাব্দে অঙ্কিত চিত্রকর্মগুলো  সুলাওয়েসি গুহাচিত্র  নামে পরিচিত।