![]()  | 
			
			![]()  | 
		
| 
			 বাইসনের ছবি  | 
			
			 হাতের ছবি  | 
		
	 
	 
ক্রো-ম্যাগনানদের
 
যখন ইউরোপের বিভিন্ন গুহায় খোদাই, ছাপ বা অঙ্কন 
ইত্যাদি চিত্রকর্মের চর্চা করে চলেছিল, সেই সময় ইউরোপ থেকে বহুদূরে দক্ষিণ-পূর্ব এশিয়ার 
	আদিবাসীরা, ইন্দোনেশিয়া 
বোর্নিও এবং মালুকু দ্বীপপুঞ্জের
	মধ্যবর্তী সুলাওয়েসি দ্বীপে চিত্রকর্মের বিকাশ 
	ঘটেছিল। ৪০,০০০ খ্রিষ্টপূর্বাব্দে অঙ্কিত 
	চিত্রকর্মগুলো  সুলাওয়েসি গুহাচিত্র  
 নামে 
	পরিচিত।