ওরিয়ন বাহু
Orion Arm
ছায়াপথ
নামক
গ্যালাক্সি'র
একটি ক্ষুদ্র কুণ্ডলিত বাহু। এই বাহুতে রয়েছে আমদের সৌরজগৎ। এই বাহুর নামকরণ করা
হয়েছে. উত্তর গোলার্ধের উল্লেখযোগ্য নক্ষত্রমণ্ডলীর
Orion
(কালপুরুষ)-এর
নাম থেকে।
ছায়াপথের এই বাহুর ভিতরে দিকের বাহুর নাম
ক্যারিনা এবং
ধনু
(Carina
and Sagittarius)
বাহু
এবং
বাইরের দিকের বাহুর নাম
পার্সিয়ুস (Perseus)
বাহু।
ছায়াপথের কেন্দ্রীয় অংশ থেকে ওরিয়ন বাহুর দৈর্ঘ্য প্রায় ১০,০০০ আলোকবর্ষ। আর প্রস্থ
৩,৫০০ আলোকবর্ষ। এই বাহুর ভিতরের দিকে অর্থাৎ গ্যালাক্সির কেন্দ্রের দিকে আমাদের
সৌরজগৎ অবস্থিত। ছায়াপথের কেন্দ্রীয় অংশ থেকে সৌরজগতের দূরত্ব
গড় দূরত্ব ২৭,০০০ আলোকবর্ষ। ছায়াপথের কেন্দ্রীয় কৃষ্ণগহ্বরকে কেন্দ্রকে এই
বাহু অন্যান্য বাহুর সাথে আবর্তিত হচ্ছে। বিজ্ঞানীদের ধারণা, এরূপ একবার আবর্তন শেষ
করতে সূর্য ও তার পরিবারের সময় লাগে ২,৫০০,০০,০০০ বৎসর।