বামন তারা
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
নক্ষত্র
|
মহাকাশীয় বস্তু
|
প্রাকৃতিক লক্ষ্যবস্তু
|
এককঅংশ
|
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
ইংরেজি:
dwarf star
জ্যোতির্বিজ্ঞানে নক্ষত্রের একটি বিশেষ
শ্রেণিকে বামন তারা বলা হয়। সাধারণত অপেক্ষাকৃত অল্প ঔজ্জ্বল্য, আকার এবং ভর রয়েছে
এমন তারাকে বামন তারা বলা হয়। নানাভাবে বামন তারাগুলোকে ভাগ করা হয়। যেমন-
- লাল বামন তারা (Red
Dwarf
Star):
তারা জগতে এরা শীতলতম তারা নামে পরিচিত। এদের
তাপমাত্রা হয়ে থাকে ২৫০০ থেকে ৩৫০০ কেলভিন। মনুষ্য চোখে এদের রঙ লাল বা লালচে
দেখায়। মহাকাশে এই জাতীয় নক্ষত্র সবচেয়ে বেশি দেখা যায়। আমাদের ছায়াপথে প্রায়
৭৫% এই জাতীয় নক্ষত্র রয়েছে।
- হলুদ বামন তারা
(Yellow
Dwarf
Star):
এই জাতীয় তারার তাপমাত্রা হয়ে থাকে ৫৩০০ থেকে ৬০০০
কেলভিন। মনুষ্য চোখে এদের রঙ হলুদ দেখায়। সূর্য একটি হলুদ বামন তারা।
- শ্বেত বামন তারা
(White
Dwarf Star):
চন্দ্রশেখর সীমা সূত্রানুসারে- কোনো
নক্ষত্রের মোট ভর সূর্যের ১.৪৪ গুণের সমান বা তার চেয়ে কম হয়, তাহলে ওই নক্ষত্র
শ্বেত বামন তারায় পরিণতি হয়। সূর্যের ১.৪৪ গুণের সমান বা তার চেয়ে কম বা ভরের
শ্বেত বামন নক্ষত্রগুলোর মাধ্যাকর্ষণজনিত সঙ্কোচন এক সময় বন্ধ
হয়ে যায় এবং এবং অভ্যন্তরে তাপ ক্রমে ক্রমে হ্রাস পায়। একসময় তাপ ও আলোপ্রদানের
ক্ষমতা হারিয়ে এই নক্ষত্রগুলো মৃত্যবরণ করে। এদে
- কৃষ্ণবামন (black
dwarf):
শ্বেতবামন তারা তাপ ও আলোপ্রদানের ক্ষমতা হারিয়ে
ফেলার মহাকাশে কালো বস্তুপিণ্ড হয়ে বিরাজ করে। এই অবস্থায় এদেরকে কৃষ্ণবামন
তারা বলা হয়।
কারণে মহাকশে