বামন তারা
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { নক্ষত্র | মহাকাশীয় বস্তু | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | এককঅংশ  | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি: dwarf star

জ্যোতির্বিজ্ঞানে নক্ষত্রের একটি বিশেষ শ্রেণিকে বামন তারা বলা হয়। সাধারণত অপেক্ষাকৃত অল্প ঔজ্জ্বল্য, আকার এবং ভর রয়েছে এমন তারাকে বামন তারা বলা হয়। নানাভাবে বামন তারাগুলোকে ভাগ করা হয়। যেমন-