মেরিনার (মহাকাশযান)
ইংরেজি:
Mariner।
মেরিনার ১ |
যন্ত্রপাতি
সফলভাবে এটি পৃথিবীর কক্ষপথ ত্যাগ করে। তবে উৎক্ষেপণের পরপরই এর সকল গবেষণার জন্য ব্যবহৃত যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। শুক্রের-এর প্রায় ২৯,০০০ কিলোমিটার দূর দিয়ে উড়ে যায়। এই মহাকাশযান দ্বারা প্রত্যাশিত ফলাফল পাওয়া যায় নাই বলে, একে নাসার বিজ্ঞানীরা সফল অভিযান বলেন না।
মেরিনার ২ |
যন্ত্রপাতি
সফলভাবে
এটি পৃথিবীর কক্ষপথ ত্যাগ করে। ১৯৬২ খ্রিষ্টাব্দের ১৪ই ডিসেম্বর ৩৪,৭৬২
কিলোমিটার দূর দিয়ে শুক্রের পাশ দিয়ে উড়ে যায়। এই সময় প্রায় ৪২ মিনিট ধরে এই
নভোযান শুক্রের উপরিভাগে পর্যবেক্ষণ করে। এই নভোযানের দ্বারা জানা যায় যে, এর
উপরিভাগের ৪২৫ ডিগ্রি সেলসিয়াস। এই সময় শুক্রের আকাশে প্রায় মেঘের স্তর ধরা
পড়ে। এই মেঘ শুক্রের উপরিতল থেকে ৫৬-৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই গ্রহটি
সৌরজগতের অন্যান্য গ্রহের বিপরীত দিকে আবর্তিত হয়, তা এই নভোযান দ্বারা স্বীকৃত
হয়।
১৯৬৩ খ্রিষ্টাব্দের ৩রা জানুয়ারি পর্যন্ত এটি সঙ্কেত পাঠিয়েছিল। এই সময় পৃথিবী
থেকে এর দূরত্ব ছিল ৮,৭৪,০০,০০০ কিলোমিটার।
মেরিনার ৩ ও ৪-এর ছবি একই রকম |
যন্ত্রপাতি
যন্ত্রপাতি
মেরিনার ৫ |
যন্ত্রপাতি
মেরিনার ৬ |
যন্ত্রপাতি
মেরিনার ৯ |
মেরিনার ৯-এর যন্ত্রপাতি
মেরিনার ১০ |
মেরিনার ১০-এর যন্ত্রপাতি
এটিই ছিল মেরিনার নভোযান সিরিজের শেষ নভোযান। মেরিনার ১১ এবং ১২ কে ভয়েজারের সাথে যুক্ত করা হয়। এই কারণে মেরিনার ১১ এবং ১২ নভোযান দুটি ভয়েজার-১ এবং ভয়েজার-২ নামে পরিচিত।
সূত্র :
http://www.nasa.gov/