মেরিনার (মহাকাশযান)
ইংরেজি: Mariner
 

মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) কর্তৃক প্রেরিত মহাকাশযান প্রকল্প। এর সহযোগী সংস্থা ছিল Jet Propulsion Laboratory (JPL)। মঙ্গল, শুক্র ও বুধ গ্রহে ধারাবাহিক মহাকাশযান ভিত্তিক গবেষণার জন্য এই প্রকল্প চালু করা হয়। এই প্রকল্প শুরু হয়েছিল ১৯৬২ খ্রিষ্টাব্দে এবং শেষ হয়েছে ১৯৭৩ খ্রিষ্টাব্দে। উল্লেখ্য এর প্রত্যেকটি যানই ছিল মনুষ্যবিহীন। নিচে এই প্রকল্পের অধীনে তৈরিকৃত এবং প্রেরণকৃত মহাকাশযানগুলোর তালিকা দেওয়া হলো।

সূত্র :
http://www.nasa.gov/