সৌর-পঞ্জিকা
ঊর্ধ্বক্রমবাচকতা   {| বৎসর | পর্যায় কাল |মৌলিক পরিমাপ | পরিমা | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}

আধুনিক জ্যোতির্বিদ্যায় সৌরপঞ্জিকার ভিত্তি হিসাবে বিবেচনা করা হয় পৃথিবীর আহ্নিক গতিকাল ও বার্ষিক গতিকাল।

সৌর পঞ্জিকা মতে, সৌর-বৎসর ১২টি ভাগে বিভক্ত। প্রতিটি ভাগ মাস নামে অভিহিত হয়ে থাকে। দিনের বিচারে এই মাসগুলো সমান নয়। বিভিন্ন পঞ্জিকাতে প্রতিটি মাস নির্ধারিত হয়, বিভিন্ন দিনমানে। তবে সাধারণভাবে একে ৩০ দিনকে গড় মান ধরা হয়। বর্তমানে অধিকাংশ সৌর-পঞ্জিকা মতে সৌর-বৎসরের মাসগুলো হয়, ২৮, ২৯, ৩০ ও ৩১ দিনে কিন্তু সকল সৌরপঞ্জিকাতে একই নিয়মে হয় না।
            দেখুন : গ্রেগোরিয়ান পঞ্জিকা, বঙ্গাব্দ