সেন্ট্রোজোম
Centrosome

এক প্রকার কোষীয় অঙ্গাণু বিশেষ। কোষের ভিতরে একটি সেন্ট্রোজোম থাকে।

গাঠনিক দিক থেকে সেন্ট্রোজোমে দুটি অংশ রয়েছে। এই অংশ দুটি হলো- সেন্ট্রিওল ও সেন্ট্রোস্ফিয়ার।

সেন্ট্রিওল প্রোটিন, লিপিড ও এটিপি নিয়ে গঠিত। উল্লেখ্য সেন্ট্রিওল স্নায়ুকোষে নিষ্ক্রিয় থাকে। কোষ বিভাজনের সময় স্পিন্ডল (Spindle) গঠন করে। অনেক কোষে সিলিয়া ও ফ্লাজেলা তৈরি করে, শুক্রাণুর লেজ তৈরি করে।