ক্ল্যাক্টোনিয়ান যন্ত্রপাতি
Clactonian Tools
হোমো গণের
হোমো হাইডেলবার্গেনসিস নামক প্রজাতি প্রায় ৪ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে পাথরের তৈরি এই যন্ত্রপাতির উদ্ভাবন করেছিল।
১৯১১ খ্রিষ্টাব্দ দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের এসেক্স কাউন্টির 'ক্ল্যাক্টোন-অন-সি'-তে
এই যন্ত্রপাতি আবিষ্কারের পর, এই যন্ত্রপাতির নামকরণ করা হয়েছিল 'ক্ল্যাক্টোনিয়ান যন্ত্রপাতি'।
এই যন্ত্রপাতিগুলো ছিল মূলত কোপানোর উপযোগী হাত-কুঠার। পাথরের প্রান্তভাগের চল্টা তুলে এর
প্রান্তদেশ ধারলো করা হতো। দানবাকার হাতি এবং জলহস্তী শিকারের সময় ব্যবহৃত হত।
নিম্ন-প্রস্তর যুগে এর আগে
হোমো ইরেক্টাসরা তৈরি করেছিল
আশুলিয়ান যন্ত্রপাতি। এরই ক্রমবিবর্তনের ধারায় এই উন্নতর
অস্ত্র তৈরি করেছিল
হোমো হাইডেলবার্গেনসিস-রা।