ফসফেট
ইংরেজি Phosphate

এটি এক প্রকার অজৈব রাসায়নিক লবণ। এটি ফসফরিক এ্যাসিড-এর লবণ। রাসায়নিক সংকেত (PO43-)। এর আণবিক ওজন ৯৪.৯৭ গ্রাম/মৌল।

পৃথিবীর কালক্রমধারায় ৪৪০-৪৩৯ কোটি পূর্বাব্দের ভিতরে ফসফেট
সমৃদ্ধ জিরকন নামক খনিজ পদার্থ তৈরি হয়েছিল। এ সকল খনিজ পদার্থের নমুনা পাওয়া গেছে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে জ্যাক হিল অঞ্চলে। আর্কিয়ান কাল - ফসফেট থেকে উৎপন্ন  ফসফরিক এ্যাসিড জীবকোষের নিউক্লেইক এ্যাসিড তৈরিতে বিশেষ ভূমিকা রেখেছিল।