জারক
[অভিধান : জারক]

যে সকল রাসায়নিক পদার্থ অন্য রাসায়নিক পদার্থকে জারিত করে এবং সেই সাথে নিজে বিজারিত হয় তাকে জারক বলে। জিংক এবং কপার সালফেটের বিক্রিয়ায় কপার সালফেট জারক হিসেবে কাজ করে। রাসায়নিক বিক্রিয়ার সময় জারক ইলেক্ট্রন গ্রহণ করে।
Zn +CuSO4 ------> ZnSO4 +Cu
এই বিক্রিয়ায় কপার আয়ন দুটি ইলেক্ট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে। সূত্রানুসারে বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদান জারক। তাই এক্ষেত্রে এই বিক্রিয়ায় কপার (তামা) জারক। জারক যেহেতু ইলেক্ট্রন গ্রহণ করে, তাই জারকের ধনাত্বক আধান উৎপাদে হ্রাস পায়। উল্লেখ্য, সকল জারণ- বিজারণ বিক্রিয়ায় বিক্রিয়কের জারণ সংখ্যা বা ধনাত্বক আধান উৎপাদে হ্রাস পায়।

সাধারণ জারকগুলো হলো-