জারক
বানান বিশ্লেষণ: জ্+অ+র্+অ+ক্+অ
উচ্চারণ:
ɟɔ.rok (জা.রোক্)
শব্দ-উৎস: সংস্কৃত জারক> বাংলা জারক
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
জারি= { জৄ + ই (ণিচ)}+ অক (ণ্বুল)
পদ: বিশেষণ
অর্থ:
১. যা জীর্ণ করে
সমার্থক শব্দাবলি: জারক, জীর্ণকারী
২. যা পরিপাকে সহায়তা করে।
সমার্থক শব্দাবলি: পরিপাককারী, হজমি
পদ: বিশেষ্য
অর্থ: মৌলিক বা যৌগিক পদার্থকে জারিত করে এবং একই সাথে নিজেকে বিজারিত করে, এমন এক ধরনের রাসায়নিক উপাদান।
সূত্র: