১৯৭১ খ্রিষ্টাব্দে নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ রবি শঙ্কর (সেতার), আল্লা রাখা খাঁ (তবলা) ও আলী আকবর খান (সরোদ), তানুপরায় কমলা চক্রবর্তী |
১৯৫৬ খ্রিষ্টাব্দে কলকাতায় তিনি 'আলী আকবর কলেজ অব মিউজিক' প্রতিষ্ঠা করেন।
১৯৬৫ খ্রিষ্টাব্দ থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সরোদ শেখানো শুরু করেন।
১৯৬৭ খ্রিষ্টাব্দে তিনি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বার্কলিতে কলকাতায় প্রতিষ্ঠিত 'আলী আকবর কলেজ অব
মিউজিক' -এর আদলে আরেকটি কলেজ প্রতিষ্ঠা করেন।
পরবর্তী সময়ে এই কলেজটি সান রাফায়েলে স্থানান্তরিত হয়।
১৯৬৯ খ্রিষ্টাব্দে তিনি শঙ্কর ঘোষের সাথে বোষ্টনে কনসার্ট করেন।
১৯৭১ খ্রিষ্টাব্দে
বাংলাদেশের স্বাধীনযুদ্ধের স্বপক্ষে পণ্ডিত
রবি শঙ্কর ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রচারণা
শুরু করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য তিনি
জর্জ হ্যারিসনকে উৎসাহী করে তোলেন। এই আয়োজনে তিনি ভারতবর্ষ এবং পাশ্চাত্য অন্যান্য
আরও বহু বিখ্যাত শিল্পীদের একত্রিত করেন। এঁদের মধ্যে ছিলেন উল্লেখযোগ্য সঙ্গীত
ব্যক্তিত্ব ছিলেন বব ডিলান,
এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, জোয়ান বায়েজ ও ওস্তাদ আলী আকবর খান। এই অনুষ্ঠানের
জন্য তিনি 'বাংলাদেশ ধুন' নামক একটি নতুন সুরবিন্যাস করনে। 'বাংলাদেশ
ধুন' যুগলবন্দি বাদনে তাঁর সহশিল্পী ছিলেন পণ্ডিত
রবি শঙ্কর।
উল্লেখ্য ১৯৭১
খ্রিষ্টাব্দের ১ আগষ্ট, নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে 'কনসার্ট ফর বাংলাদেশ'
নামে উপস্থাপিত হয়। এই কনসার্টের
ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং এর রেকর্ড বিক্রয়শীর্ষ স্থান লাভ করে। এই কারণে
পরবর্তী সময়ে তিনি গ্র্যামি এওয়ার্ড লাভ করেন। উল্লেখ্য এই অনুষ্ঠান থেকে উপার্জিত
সকল অর্থ মুক্তিযুদ্ধের জন্য দান করেন।
২০০০ খ্রিষ্টাব্দে তিনি নিউইয়র্কে কনসার্টে ওস্তাদ আলী আকবর খান |
দ্বিতীয় স্ত্রী রাজদুলারী |
পরিবার-পরিজন
তিনি মোট তিনটি বিবাহ করেছিলেন।