অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  (১৯২০-১৯৯২ খ্রিষ্টাব্দ)
 
বিষ্ণুপুর ঘরানার অন্যতম সঙ্গীতজ্ঞ। 
 ১৯২০ খ্রিষ্টাব্দের বিষ্ণুপুরে জন্মগ্রহণ করেন। 
তাঁর পিতা  
রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের 
ছিলেন 
 
বিষ্ণুপুর ঘরানার খ্যাতনামা ধ্রুপদী ও যন্ত্রশিল্পী।  
তিনি শাস্ত্রীয় সঙ্গীতের পাঠ নিয়েছিলেন পিতার কাছে- পরে সঙ্গীতের পাঠ নেন-  
গোপেশ্বর 
বন্দ্যোপাধ্যায়  ও  
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে।
 
গোপেশ্বর 
বন্দ্যোপাধ্যায়  কাছে। তাঁর কাছে শিখেছিলেন- ধ্রুপদ, ধামার, খেয়াল, টপ্পা, ঠুমরি এবং সেতার। 
পরে তিনি  বাঁশি, সুরবাহার, বীণা, এস্রাজ, ব্যাঞ্জো, পাখোয়াজ, জলতরঙ্গসহ নানা যন্ত্রবাদনে তিনি সুদক্ষ হয়ে ওঠেন।
১৯৩৭ খ্রিষ্টাব্দে তিনি বিশ্বভারতীতে শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষক হিসেবে যুক্ত হন।
সত্যজিৎ রায়ের নির্মিত রবীন্দ্রনাথের উপর তথ্যচিত্রে তাঁর এস্রাজ-বাদন যুক্ত হয়েছে।
১৯৯২ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।
 
 
   সূত্র:
	- বাঁকুড়া জেলার পুরাকীর্তি। অমিয় কুমার বন্দ্যোপাধ্যায় পূর্ত বিভাগ, 
	পশ্চিমবঙ্গ সরকার, ১৯৭১
-  বিষ্ণুপুরের গান।  চিত্তরঞ্জন দাশগুপ্ত। প্রত্ন পরিক্রমা : মল্লভূম(৯), সম্পাদক জলধর হালদার, ৩৯। সেন্টার ফর আর্কিওলজিকাল স্টাডিস এন্ড ট্রেনিং, ইস্টার্ন ইন্ডিয়া ২০১৬।
-  বিষ্ণুপুর  ঘরানা। দিলীপ কুমার মুখোপাধ্যায়। বুকল্যান্ড প্রাইভেট লিমিটেড, ১৯৬৩।