এমিল এনুশি
Émile Ennouchi । পুরো নাম Mimoun Émile Ennouchi
১৮৯৯ -১৯৯৩ খ্রিষ্টাব্দ
প্রখ্যাত ফরাসি নৃতত্ত্ববিদ এবং প্রত্নতাত্ত্বিক।

১৮৯৯ খ্রিষ্টাব্দে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। ১৯৩০-এর দশক থেকে উত্তর আফ্রিকার মধ্যপ্রাকৃতিক যুগের স্তন্যপায়ী  প্রাণী এবং হোমো স্যাপিয়েন্স-এর জীবাশ্মের উপর তাঁর গবেষণা শুরু করেন।  ১৯৬১ খ্রিষ্টাব্দে মরক্কোর  জেবেল ইরহুদ পাহাড়ি গুহা-খনি এলাকায়, খনি শ্রমিকরা একটি মানুষের খুলি পান। এই খুলিটি প্রথমে  মরক্কোর রাবাত বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। পরে  মরক্কোর  ও ফ্রান্সের যৌথ দল এই অঞ্চলে প্রত্নতাত্ত্বিক অভিযান শুরু করে। এই দলের নেতৃত্ব দিয়েছিলেন ইমুল ইনুশি। এই অভিযানে আবিষ্কৃত হয়েছিল মানুষ-সহ ৩০টি প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর জীবাশ্ম।

এই খুলিটিকে তিনি প্রথমে মনে করেছিলেন হোমো নিয়ানডার্থালেনসিস -এর। তিনি এই বিষয়ে একটি গ্রন্থও রচনা করেছিলেন। গ্রন্থটির নাম 
Un Néandertalien: l'homme du Jebel Irhoud (Maroc)। পরবর্তী সময়ে গবেষণার সূত্রে প্রমাণিত হয়, এটি মানুষের খুলি। এর বয়স নিরূপিত হয় প্রায় খ্রিষ্টপূর্ব ৩১৫,০০০ অব্দ।

তাঁর রচদিত অন্যান্য গ্রন্থ
১৯৯৩ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যবরণ করেন।