এমিল এনুশি
Émile Ennouchi
। পুরো নাম
Mimoun Émile Ennouchi
১৮৯৯ -১৯৯৩ খ্রিষ্টাব্দ
প্রখ্যাত ফরাসি নৃতত্ত্ববিদ এবং প্রত্নতাত্ত্বিক।
১৮৯৯ খ্রিষ্টাব্দে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। ১৯৩০-এর দশক থেকে উত্তর আফ্রিকার মধ্যপ্রাকৃতিক যুগের
স্তন্যপায়ী
প্রাণী এবং
হোমো স্যাপিয়েন্স-এর জীবাশ্মের উপর তাঁর গবেষণা শুরু
করেন। ১৯৬১ খ্রিষ্টাব্দে
মরক্কোর
জেবেল ইরহুদ পাহাড়ি গুহা-খনি
এলাকায়, খনি শ্রমিকরা একটি মানুষের খুলি পান। এই খুলিটি প্রথমে
মরক্কোর
রাবাত বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। পরে
মরক্কোর ও
ফ্রান্সের যৌথ দল এই অঞ্চলে
প্রত্নতাত্ত্বিক অভিযান শুরু করে। এই দলের নেতৃত্ব দিয়েছিলেন
ইমুল ইনুশি। এই অভিযানে
আবিষ্কৃত হয়েছিল মানুষ-সহ ৩০টি প্রজাতির
স্তন্যপায়ী
প্রাণীর জীবাশ্ম।
এই খুলিটিকে তিনি প্রথমে মনে
করেছিলেন
হোমো নিয়ানডার্থালেনসিস -এর। তিনি এই বিষয়ে একটি
গ্রন্থও রচনা করেছিলেন। গ্রন্থটির নাম
Un Néandertalien: l'homme du Jebel Irhoud (Maroc)। পরবর্তী
সময়ে গবেষণার সূত্রে প্রমাণিত হয়, এটি মানুষের খুলি। এর বয়স নিরূপিত হয় প্রায়
খ্রিষ্টপূর্ব ৩১৫,০০০ অব্দ।
তাঁর রচদিত অন্যান্য গ্রন্থ Contribution à l'étude de la faune du tortonien de La Grive St-Alban (Isère)
-ফ্রান্সের টরটোনিয়ান যুগের প্রাণীজগতের উপর।
১৯৫৬:
Listes et description des fossiles classiques de licence et du S.P.C.N.
- ফসিলের তালিকা ও বর্ণনা।
১৯৭০:
Un nouvel Archanthropien au Maroc
-
মরক্কোর
একটি নতুন 'আর্চানথ্রোপিয়ান'-এর
(
হোমো ইরেক্টাস যুগের প্রজাতি) জীবাশ্ম আবিষ্কার।
১৯৭৬: Un deuxième Archanthropien à la carrière Thomas III (Maroc)
- থমাস III খনিতে দ্বিতীয় আর্চানথ্রোপিয়ানের উপর।
তিনি Camille Arambourg -এর সাথে মিলে ম্যাগরেবের
স্তন্যপায়ী
প্রাণীগুলোর তালিকা তৈরি করেন,
যা পরবর্তী গবেষকদের (যেমন Jean-Jacques Jaeger)
দ্বারা সংশোধিত হয়।
১৯৯৩ খ্রিষ্টাব্দে তিনি
মৃত্যবরণ করেন।